চট্টগ্রামে ওষুধের বাজার খ্যাত হাজারী গলিতে অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
রবিবার (৭ জুন) দুপুরে শুরু হওয়া এই অভিযানের নেতৃত্বে ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শিরীন আক্তার, মো. উমর ফারুক, গালিব চৌধুরী এবং এস এম আলমগীর নেতৃত্বে পরিচালিত এ অভিযান ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে পরিচালিত হয়েছে বলে জানা যায়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম জানান, একটি সংঘবদ্ধ চক্র ওষুধের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে ওষুধ বিক্রির পায়তারা করছে। এসব চক্রের সংশ্লিষ্টদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
যাদের বিরুদ্ধে অতিরিক্ত দামে ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যাবে- তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে চট্টগ্রাম জেলা প্রশাসন।
চট্টগ্রামের করোনার প্রকোপ বাড়ার সাথে সাথেই মাথাচাড়া দিয়ে উঠেছে বেশি দামে ওষুধ বিক্রির এই দুষ্ট সিণ্ডিকেট। করোনার এই দুর্যোগে স্বাভাবিকভাবেই মানুষ হাসপাতাল, ক্লিনিক এবং ফার্মেসিতে গিয়ে ঠেকতেছে। মানুষের এই অসহায়ত্বকে পুজি করে কয়েকগুণ বেশি দামে ওষুধ বিক্রি এক মহাসংকট তৈরি করতেছে।
প্রসঙ্গত গত শুক্রবার অবৈধভাবে ওষুধ মজুদ করে নিয়মিত দামের চেয়ে ১০ গুণ বেশি দামে বিক্রি করার দায়ে নগরীর ইপিজেড এলাকার তিন ফার্মেসি মালিককে আটক করেছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।