মাদারীপুর জেলার শিবচর উপজেলার ডিগ্রিরচর নামক স্থানে আজ বুধবার সকালে অজ্ঞান অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয় এলাকা বাসি ।
উদ্ধারকৃত ঐ ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি। তার পরনে সাদা চেক ফুল শার্ট ও লুঙ্গী পড়া রয়েছে। এছাড়া ব্যক্তিটির মাথা ও পায়ের হাটুতে আঘাতের চিহ্নও রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় আজ সকালে ডিগ্রিরচর এলাকার অহেদ মৃধার বাড়ি সংলগ্ন একটি পাটক্ষেতে সকালে এলাকাবাসী ঐ ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে ভদ্রাসন পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও এলাকাবাসী ব্যক্তিকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভদ্রাসন পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা মোক্তার হোসেন জানান,সকালে খবর পেয়ে আমরা পুলিশ পাঠিয়েছি। পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় অজ্ঞাত ব্যক্তিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শশ্বাঙ্ক চন্দ্র ঘোষ জানান, আজ সকালে এক ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। তাকে আমরা চিকিৎসা দিচ্ছি। তার অবস্থা এখন ভালো দিকে ।