লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদের ফারুক হোসেন নামে এক গ্রামপুলিশকে ভারতীয় ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাতে তাকে বনচৌকি এলাকা থেকে গ্রেপ্তার করে বিজিবি। এ সময় তার কাছ থেকে ৯৭ বোতল ফেন্সিডিল পাওয়া গেছে এমন দাবি বিজিবি’র।
হাতিবান্ধা থানার ওসি (তদন্ত) নাজির হোসেন বলেন, বিজিবি মামলায় উল্লেখ করে- গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গ্রামপুলিশ ফারুক হোসেনের কাছ থেকে ৯৭ বোতল ভারতীয় ফেন্সিডিল পাওয়া যায়। ফারুক হোসেন ওই এলাকার সোলেমান আলীর পুত্র।
এ ঘটনায় বনচৌকি বিজিবি ক্যাম্পের হাবিলদার রফিকুল ইসলাম বাদী হয়ে হাতিবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার হওয়া গ্রামপুলিশ ফারুক হোসেনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।