খুলনায় হাসপাতালে নেওয়ার পথে করোনায় আক্রান্ত আওয়ামীলীগ নেতার মৃত্যু

খুলনায় করোনা আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৩ জুন) দুপুরে খুলনা করোনা হাসপাতালে নেওয়ার পথে প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. আসাদুজ্জামানের (৭০) মৃত্যু হয়েছে।

তিনি আইচগাতি ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি ছিলেন বলে জানান খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ।

রূপসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিসুর রহমান জানান, ৫ থেকে ৬ দিন আগে করোনায় আক্রান্ত হন আসাদুজ্জামান। তিনি বাড়িতে আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। মঙ্গলবার দুপুরে শ্বাসকষ্ট শুরু হলে পরিবারের সদস্যরা তাকে নিয়ে খুলনা করোনা হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। পথেই তার মৃত্যু হয়।

রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার বলেন, আগে থেকেই আসাদুজ্জামানের পরিবারের ৮ সদস্য করোনা আক্রান্ত। আজ তার শ্বাসকষ্ট বাড়লে পরিবারের ওই করোনা আক্রান্ত ব্যক্তিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা প্রশাসনকে কিছু না জানিয়ে তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে। পথে তিনি মারা যাওয়ার পর আমরা পুরো ব্যাপার জানতে পেরেছি। যত দ্রুত সম্ভব মরদেহ দাফন করে অন্যদের আইসোলেশনে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

সরকারি হিসেবে খুলনায় এ নিয়ে করোনায় আক্রান্ত ১৪ জনের মৃত্যু হলো।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *