গাইবান্ধায় দুই বাসের পাল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতীকী ছবি

মঙ্গলবার (১১ আগষ্ট)  বিকালে সাড়ে ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলা শহরের রাইগ্রাম মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আবু (২৫) গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর গ্রামের সাহেব উদ্দিনের ছেলে এবং বাস চালকের সহকারী ছিলেন। অপর জন মিন্টু মিয়া (২৯) পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ভবানীপুর গ্রামের দুলা মিয়ার ছেলে এবং রিকশা-ভ্যান চালক ছিলেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, মা-রেজিয়া পরিবহন নামে এক যাত্রীবাহী বাস ঢাকা থেকে রংপুর যাচ্ছিল। দুর্ঘটনা স্থল এলাকায় মা-রেজিয়া পরিবহনের বাসটির সামনে অজ্ঞাত একটি বাস ছিল। বৃষ্টির মধ্যে এ দু’টি বাসের চালকের মধ্যে আগে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু হয়। মা-রেজিয়া পরিবহনের বাসটি অপর বাসটিকে ওভারটেক করার সময় দুই বাসের চিপায় পড়ে চালকের সহকারী আবু ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন: ভাঙনের মুখে কাকিনা-মহিপুর সড়ক, বাঁধের দাবিতে হাজারো মানুষের মানববন্ধন

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পুলক কুমার মজুমদার জানান, এ সময় অজ্ঞাত বাসটির ধাক্কায় রিকশাভ্যান চালক মিন্টু মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তাকে। কিন্তু আসার পথেই তিনি মারা যান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *