দেশের সবচেয়ে কম বয়সী করোনা রোগী এখন চট্টগ্রামে

মাত্র ০৪ দিন বয়স নিয়ে দেশের সবচেয়ে কম বয়সী করোনা রোগী শনাক্ত হলো চট্টগ্রামে। গত ২৪ মে জন্ম নেওয়া শিশুটি ০৪ দিনের মাথায় কোভিড-১৯ পজিটিভ হলো।

রোববার (২৪ মে) করোনা পজিটিভ হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে যে নারী সন্তান জন্ম দিয়েছিলেন, চার দিন পর বৃহস্পতিবার (২৮ মে) চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবের পরীক্ষায় ওই শিশুর নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার ওই শিশুর  নমুনা নেওয়া হয়েছিল।

এর আগে রোববার (২৪ মে) সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন ৩২ বছর বয়সী এক নারী। সেখানেই উক্ত হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক ডা. জাহান আরা শিখার নেতৃত্বে ওইদিন দুপুরে অপারেশনের মাধ্যমে তিনি জন্ম দেন সুস্থ এক সন্তানের। জন্মের পর মা ও নবজাত সন্তান দুজনেই সুস্থ আছেন বলে তখন নিশ্চিত করেন হাসপাতালের চিকিৎসকেরা। দুজনকেই হাসপাতালের গাইনি ওয়ার্ডের আইসোলেশান বেডে রাখা হয়। জেনারেল হাসপাতালে করোনাভাইরাস (কোভিড-১৯) পজিটিভ কোনো রোগীর এটিই প্রথম সিজারিয়ান অপারেশন ।

এ বিষয়ে জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব জানান, ‘জন্মের দুইদিন পর কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। আজকের রিপোর্টে এই শিশুটির করোনা পজিটিভ এসেছে। মা ও মেয়ে দুজনই জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা সুস্থ আছেন।’

উল্লেখ্য, করোনা-আক্রান্ত ওই মহিলা চট্টগ্রাম নগরীর খুলশী থানার বাসিন্দা। তার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়। জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার আগে ওই মহিলা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা করান। শনিবার (২৩ মে) রোগীর করোনা পজিটিভ আসে। সেখান থেকে রোববার (২৪ মে) সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তাকে রেফার করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *