পাটগ্রামে জোরপূর্বক চাঁদা আদায়ে প্রতিবাদ করায় মারধর, প্রতিবাদে সড়ক অবরোধ

ছবি: মর্নিং নিউজ বিডি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল বন্দরে পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা উত্তোলনের প্রতিবাদ করায় কয়েক জন চালককে মারধর করেছে স্থানীয় শ্রমিক নেতারা।
এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে রেখেছেন ট্রাক চালকরা।
বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে মারধর নয়, চাঁদা উত্তোলন নিয়ে স্থানীয় দুইটি গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, করোনা পরিস্থিতিতে সকল প্রকার চাঁদা আদায় বন্ধ থাকলেও বৃহস্পতিবার সকাল থেকে বুড়িমারী স্থল বন্দরের ট্রাক থামিয়ে জোর পূর্বক চাঁদা উত্তোলন করছেন স্থানীয় বুড়িমারী স্থলবন্দর ট্রাক ট‍্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নেতারা। সন্ধ্যায় কয়েক জন চালক ওই চাঁদা উত্তোলনের প্রতিবাদ করলে এ সময় রবিউল ও সুমন নামে দুই ট্রাক চালককে মারধর করা হয়। এ ঘটনার প্রতিবাদে বাকি ট্রাক চালকরা বুড়িমারী স্থল বন্দর -ঢাকা সড়ক অবরোধ করেন।
বুড়িমারী ইউনিয়ন চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত ট্রাক চালকদের মারধরের ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বুড়িমারী
স্থলবন্দর ট্রাক ট‍্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আলতাব হোসেন ট্রাক চালকদের মারধরের অভিযোগ অস্বীকার করেন।
পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত বলেন, কাউকে মারধর করা হয়নি। চাঁদা উত্তোলন নিয়ে স্থানীয় দুইটি শ্রমিক গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। যেই চাঁদা উত্তোলনের চেষ্টা করবেন তাকেই আইনের আওতায় আনা হবে।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *