প্রতারক চক্রের কথিত তিন নিয়োগ কর্মকর্তা গ্রেফতার 

টাকার বিনিময়ে ভূয়া নিয়োগ দেন তারা

বিশাল অংকের টাকার বিনিময়ে বেকার যুবকদের চট্টগ্রাম বন্দরের বিভিন্ন পদে নিয়োগ দেওয়া একটি প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রামের ডবলমুরিং থানা।

গতকাল বুধবার (২৪ জুন) রাতে শেখ মুজিব রোডের  চৌমুহনী হোটেল দুবাইয়ের ২১১ নং কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি ভুয়া নিয়োগপত্র উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বন্দরের কর্মকর্তা পরিচয় দেওয়া রেজাউল করিমকেও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার শ্রীপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে এবং ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা মো. রেজাউল করিম (৪৪)। সিরাজগঞ্জ জেলার সিরাজী রোডের মো. আবদুল হামিদের ছেলে জহুরুল ইসলাম (৩৭) ও মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার তিলকপুর গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে মো. আব্দুস সহিদ (২৯)।

আরও পড়ুন: দূর্গম পাহাড়ে প্রসব বেদনায় কাতরাচ্ছেন নারী- এগিয়ে আসলেন সেনাবাহিনী

এ বিষয়ে ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন বলেন, আসামিরা দেশের বিভিন্ন অঞ্চলে থেকে বেকার যুবকদের চাকরি দেওয়ার নাম করে কৌশলে টাকা হাতিয়ে নেয়। তারা জালিয়াতির মাধ্যমে ভুয়া নিয়োগপত্র সৃজন করে। একই সঙ্গে নিজদের বন্দরের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দেয়। সৃজিত নিয়োগপত্র প্রার্থীর হাতে দেওয়ার আগেই মোটা অংকের অর্থ হাতিয়ে নেয় চক্রটি।

তিন আসামিকে গ্রেপ্তারের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পরিদর্শক জহির হোসেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *