রংপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের গৌরবোজ্জ্বল সূচনার দিন। যেদিন পৃথিবীর মানচিত্রে যুক্ত হয়েছিল নতুন একটি দেশ, বাংলাদেশ। ১৯৭১ সালের এইদিনে স্বাধীনতার ঘোষণায় উদ্দীপ্ত হয়ে মুক্তির লড়াইয়ে অবতীর্ণ হয়েছিল মুক্তিকামী জনতা। ঘোষণা হয়েছিল স্বাধীন বাংলাদেশের। আজ ২৬ মার্চ ২০২৩ খ্রি. ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩” উপলক্ষে শেখ রাসেল স্টেডিয়াম, রংপুরে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাবিরুল ইসলাম, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ, রংপুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল আলীম মাহমুদ, বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর, জনাব নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর, জনাব, ড. চিত্র লেখা নাজনীন, জেলা প্রশাসক, রংপুর, জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার সহ উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ জনগণ। জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়ন, শান্তির পায়রা অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। আরপিএমপি পুলিশ লাইন্সের প্যারেড কমান্ডার মাননীয় অতিথিবৃন্দের প্যারেড পরিদর্শন শেষে অনুমতি নিয়ে প্যারেডে অংশগ্রহণকারী দলের মার্চিং করান। কুচকাওয়াজে রংপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ রংপুর, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, বাংলাদেশ কারারক্ষী, আনসার ও ভিডিপি, বিএনসিসি সহ মোট ৭ টি প্লাটুন অংশগ্রহণ করে। রংপুর মেট্রোপলিটন পুলিশের একটি সুসজ্জিত বাদক দল প্যারেডে উপস্থিত থেকে প্যারেডের সৌন্দর্য বর্ধন করে। রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর কালেক্টরেট স্কুল, শেখ রাসেল পূনর্বাসন কেন্দ্র, শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়, সরকারি শিশু পরিবার বালক ও বালিকা দল, আরপিএমপি পাবলিক স্কুল এন্ড কলেজ রংপুর সহ মোট ১১টি প্রতিষ্ঠান ডিসপ্লে প্রদর্শনে অংশ নেয়। ডিসপ্লে প্রদর্শন শেষে সম্মানিত অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

মর্নিংনিউজ/বিআই/সুউ

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *