রংপুরে ২৭প্রকল্পের উদ্বোধন ও ৫টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বুধবার (২ আগস্ট) বিকেল সোয়া ৩টায় রংপুর জিলা স্কুল মাঠের জনসভাস্থলে আসেন প্রধানমন্ত্রী। প্রথমে তিনি ২৭উন্নয়ন প্রকল্প ও ৫প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশ মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৭উন্নয়ন প্রকল্প ও ৫টি ভিত্তিপ্রস্তর স্থাপনঃ

১. শেখ রাসেল মিডিয়া সেন্টার ২. শেখ রাসেল ইনডোর স্টেডিয়াম ৩. শেখ রাসেল সুইমিংপুল ৪. রংপুর পালিচড়া স্টেডিয়াম ৫. বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স ৬.‌ রংপুর সিটি সেন্ট্রাল বাস টার্মিনাল ৭. রংপুর সিটি অ্যাসফল্ট প্ল্যান্ট ও স্টোর ইয়ার্ড ৮. নলেয়া নদীর ১৯দশমিক ১৪কিলোমিটার পুনরায় খনন ৯. আলাইকুমারী নদীর ১৯দশমিক ২৪কিলোমিটার পুনরায় খনন ১০. নৈমুল্লা বিলের ১৪দশমিক ৫৭একর পুনরায় খনন ১১. চিকলী বিলের ১৯দশমিক ৬৩একর পুনরায় খনন ১২. ভারারদহ ও পাটোয়া কামরী বিলের ২২দশমিক ৮৯একর পুনরায় খনন ১৩. পীরগাছা উপজেলা চৌধুরানী থেকে শঠিবাড়ী আরঅ্যান্ডএইচ পর্যন্ত রাস্তার উন্নয়নকাজ ১৪. পীরগাছা উপজেলা ভেন্ডাবাড়ী থেকে খালাশপীর পর্যন্ত রাস্তার সংস্কারকাজ ১৫. কাউনিয়া উপজেলা টেপামধুপুর থেকে রাস্তার পুনর্বাসন কাজ ১৬. মিঠাপুকুর উপজেলার গোপালগঞ্জ ঘাটে ঘাঘট নদীর ওপর ৯৬মিটার সেতু নির্মাণ ১৭. গঙ্গাচড়া উপজেলার বুড়িরহাট-কাকিনা আরঅ্যান্ডএইচ সড়কে ৪০মিটার সেতু নির্মাণ ১৮. কাউনিয়া উপজেলার পল্লীমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম আশ্রয়কেন্দ্র নির্মাণকাজ ১৯. রংপুর মেডিক্যাল কলেজ বহুমুখী ভবন ২০.‌ মিঠাপুকুর উপজেলায় হেলেঞ্চা ১০শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। ২১. রংপুর বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় ২২. পীরগঞ্জে মাদারগঞ্জ ১০শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র ২৩. পীরগঞ্জের ১৪নম্বর চতরা ইউনিয়নে ১০শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র ২৪.মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নে ১০শয্যা বিশিষ্ট বেগম রোকেয়া আধুনিক হাসপাতাল ২৫।. পীরগঞ্জের খালাশপীর ১০শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র ২৬।. পীরগঞ্জ উপজেলার ২৫৪০মিটার নদীর তীর সংরক্ষণ ২৭. রংপুর কারখানা ও সংস্থা পরিদর্শন অফিস ভবন

ভিত্তিপ্রস্তর স্থাপনঃ

১. ৪১৭ কোটি টাকা ব্যয়ে ১০একর জমির ওপর ১০তলা বিশিষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার ২. বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের রংপুর আঞ্চলিক কার্যালয় ৩. রংপুর জেলার বিট্যাক সেন্টার ৪. রংপুর মেডিক্যাল কলেজের মহিলা হোস্টেল ৫. বিএমডিএ’র আঞ্চলিক কার্যালয়

 

মর্নিংনিউজ/বিআই/এসইউ

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *