সুনাগরিক হতে হবে, ক্যাডেটদের উদ্দেশ্যে সেনাপ্রধান

ক্যাডেটদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শুক্রবার ঝিনাইদহ ক্যাডেট কলেজে এক্স ক্যাডেট এসোসিয়েশনের পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ঝিনাইদহ ক্যাডেট কলেজের ক্যাডেটদের উদ্দেশ্যে এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, সরকার ক্যাডেটদের জন্য প্রচুর অর্থ খরচ করে। ক্যাডেটদের সামনে প্রচুর সুযোগ রয়েছে। এ সুযোগটাকে কাজে লাগাতে হবে। এটা জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আজকের ক্যাডেটদের সঙ্গে আগামীর বাংলাদেশ সম্পর্কযুক্ত। কাজেই ক্যাডেটদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার বিকল্প নেই।


উল্লেখ্য যে, ঝিনাইদহে অনুষ্ঠিত হচ্ছে এক্স ক্যাডেট এসোসিয়েশনের ১৩তম পুনর্মিলনী অনুষ্ঠান। শুক্রবার দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থী ও সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সকাল ১০টার দিকে সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে ঝিনাইদহ ক্যাডেট কলেজে অবতরণ করেন। এরপর তিনি অত্র কলেজ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। পরে সোনবাহিনীর খোলা জিপে চড়ে ক্যাডেটদের প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এরপর দুপুর ১২টার দিকে কলেজ চত্বরে সাবেক চীফ অফ মিলিটারি স্টাফ ও এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি লে. জেনারেল(অব.) মাহফুজুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভা শেষে সেনাপ্রধান সম্মাননা গ্রহণের পর পুনর্মিলনীর কেক কাটেন। রাতে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ শেষে সেনাপ্রধান ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। শনিবার পুনর্মিলনী অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।

মর্নিং নিউজ/আই/শাশি

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *