ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। এর আগে গুরুতর অসুস্থ অবস্থায় রাত ১০ টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাকে ভর্তি করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
শনিবার (১৩ জুন) রাত ১১টা ৪৫ মিনিটে প্রতিমন্ত্রীর একান্ত সহকারী শেখ নাজমুল হক সৈকত মর্নিং নিউজ বিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা শেখ মো. আবদুল্লাহ টেকনোক্রেট কোটায় ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।
আরও পড়ুন: করোনার উপসর্গ কাটিয়ে উঠছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
শেখ মো. আব্দুল্লাহ ১৯৪৫ সালের ৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার মধুমতী নদীর তীরবর্তী কেকানিয়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম শেখ মো. মতিউর রহমান এবং মাতা মরহুমা মোসাম্মৎ রাবেয়া খাতুন। চার ভাই তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন।