দ্বিতীয় দিনে শেয়ারবাজারে ব্যাপক দরপতন

দেশের পুঁজিবাজারে দীর্ঘ বিরতির পর প্রথম দিনের যাত্রাটা ভালোই ছিল। তবে দ্বিতীয় দিনেই মুখ থুবড়ে পড়েছে বাজার। আজ সোমবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬০ পয়েন্ট বা ১.৫০ শতাংশ কমেছে। তবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে।

সোমবার ডিএসই প্রধান সূচক ৬০ পয়েন্ট কমে ৩ হাজার ৯৯৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৮ পয়েন্ট কমে ১ হাজার  ৩৪৭ পয়েন্টে নেমে যায়। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২১ পয়েন্ট কমেছে।

দিনভর লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭টির, দর কমেছে ৭০টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২৩০টির।

ডিএসইতে ১৯৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৫৪ কোটি ৪৭ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১৪৩ কোটি ২৯ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ১২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৩৪১ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে ১২৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ২৭টির দর বেড়েছে, কমেছে ৩৪টির আর ৬২টির দর অপরিবর্তিত রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *