সীমান্তে গরু পারাপারের চড়কী থেকে পড়ে যুবকের মৃত্যু!

সীমান্তে

সীমান্তে

লালমনিরহাট জেলান কালীগঞ্জ সীমান্তে গরু পারাপারের চড়কী থেকে পড়ে খুরশীদ আলী ফকির (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে বুধবার মধ্যরাতে ওই উপজেলার গোড়ল ইউনিয়নের বলাইরহাট সেবকদাস সীমান্তে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার সামছুল হকের ছেলে।

স্থানীয় সীমান্তবাসীরা জানান, সেবকদাস সীমান্তের ৯১৩ নং পিলার এলাকায় কয়েকজন মিলে চড়কীতে উঠে ভারতীয় গরু কাটাতারের বেড়া পারাপার করছিলেন ওই যুবক।

অসাবধনাবসত হঠাৎ চড়কী থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিক তার সঙ্গীরা  আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল  কলেজ হাসপাতালে ভর্তি করান।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ১০ ডিসেম্বর  বিকালে মারা যান ওই  যুবক খুরশীদ আলী ফকির।

আরও পড়ুন: করোনায় সারাদেশে ৩৭ জনের মৃত্যু

কালীগঞ্জ থানার ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, সীমান্তে গরু পারাপার করতে চড়কী থেকে পড়ে গিয়ে আহত যুবক মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায়  মারা গেছেন। তবে এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *