হাসপাতালের মূল ভবনের বাইরের অস্থায়ী আইসোলেশন ইউনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়
রাজধানীর ইউনাইটেড হাসপাতালের অগ্নিকাণ্ডে অস্থায়ী করোনাভাইরাস ইউনিটের অন্তত ৫ রোগীর মৃত্যু হয়েছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান ঢাকা ট্রিবিউনকে বিষয়টি জানিয়েছেন।
তবে বুধবার (২৭ মে) সন্ধ্যা ৯টা ৫৫ মিনিটের দিকে শুরু হওয়া এই অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ওসি কামরুজ্জামান জানান, হাসপাতালের মূল ভবনের বাইরের অস্থায়ী আইসোলেশন ইউনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বলে জানান তিনি।
ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার্সের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।
ফায়ার সার্ভিস মহাপরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন বলেন, অস্থায়ী আইসোলেশন ইউনিটটি থেকে ৫টি মরদেহ উদ্ধার করেছেন দমকল কর্মীরা।
তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।
মূল ভবনের বাইরের টেনিস কোর্টে স্থাপিত অস্থায়ী আইসোলেশন ইউনিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানান হাসপাতালটির কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভলপমেন্ট বিভাগের প্রধান ডা. শেগুফা আনোয়ার।