কক্সবাজারে ডিবি পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে ১ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় এক মহিলাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
১৯ জুন দিবাগত রাতে রামু উপজেলার গর্জনিয়া ও পার্শ্ববতী এলাকায় কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) এর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানায় পুলিশ। কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মানস বড়ুয়া সহ অন্যান্যরা এ অভিযানে অংশ নেন।
আটকৃতরা হলেন- বান্দরবানের আলী কদম সদর ইউনিয়নের আব্দুল মোতালেবের ছেলে আব্দুর রশিদ (২৬), নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের জারুলিছড়া এলাকার মৃত মো. ইসলামের স্ত্রী মাহমুদা বেগম (৪১) এবং লম্বাশিয়া কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা যুবক এনামুল হক(২২)।
কক্সাবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজওয়ান আহমেদ জানান, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংকটের সুযোগে মাদক কারবারীরা তৎপর হওয়ার অপচেষ্টা করছে। কিন্তু কক্সবাজার জেলা পুলিশ এ বিষয়ে সদা সজাগদৃষ্টি রেখেছে।
মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ পুলিশ সুপার।