গত শনিবার কক্সবাজারের বিভিন্ন জায়গাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২, ৫, ৬ ও ৯ এবং পালংখালী ইউনিয়নের ১ ,৪ ও ৫ নাম্বার ওয়ার্ডসহ রত্নাপালং ইউনিয়নের জনবহুল ব্যস্ততম স্টেশন কোটবাজারকে রেড জোন চিহ্নিত করে লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।
লকডাউন বাস্তবায়নে ৮টি নির্দেশনাও প্রদান করা হয় উখিয়া উপজেলা প্রশাসন কর্তৃক। কিন্তু এসব নির্দেশনা না মেনে লকডাউন অমান্য করায় কোটবাজার, উখিয়া, বালুখালী, কুতুপালং এবং থাইংখালী স্টেশনে বেশ কিছু পথচারী ও দোকান মালিককে জরিমানা দিতে হয়েছে।
উখিয়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রেড জোন এলাকায় চলমান লকডাউন অমান্য করায় কয়েকজন এনজিও কর্মী, পথচারী ও ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বিশেষ অহেতুক ঘুরাঘুরি, মুখে মাস্ক না পরায় এসব জরিমানা দিতে হয়েছে তাদের।