সানবিম স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ নিলুফার মঞ্জুর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী নিলুফার মঞ্জুর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তিনি স্বামী, ছেলে, মেয়ে ও অসংখ্য স্বজন, গুণগ্রাহী ও শিক্ষার্থী রেখে গেছেন।
নিলুফার মঞ্জুর ১৯৭২ সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারের সাবেক মন্ত্রী মফিজ আলী চৌধুরীর মেয়ে।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসও নিলুফার মঞ্জুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।