খুলনায় ডা. আব্দুর রকিব খান নিহত হওয়ার ঘটনায় থানায় দেওয়া অভিযোগ নথিভুক্ত করতে বিলম্ব করায় সদর থানার ওসি আসলাম বাহার বুলবুলকে প্রত্যাহার করা হয়েছে। তাকে রিজার্ভ অফিসে সংযুক্ত করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) জানিয়েছে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে হরিণটানা থানার ওসি আশরাফ হোসেনকে সদর থানার ওসি হিসেবে নিযুক্ত করা হয়েছে।
এদিকে রকিব খান হত্যা মামলায় এজাহারভুক্ত ২য় আসামি আব্দুল কুদ্দুসকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার রূপসা উপজেলার পালেরহাট থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে ডা. রাকিব হত্যা মামলায় পুলিশ ৬ জনকে গ্রেফতার করলো।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রূপসা উপজেলার পালেরহাট থেকে আব্দুল কুদ্দুসকে গ্রেফতার করা হয়।