চট্টগ্রাম মহানগরের বন্দর থানার মধ্যম হালিশহর এলাকায় ছুরিকাঘাতে মো. সাগর (১৮) নামে এক ইজিবাইক (স্থানীয় ভাষায় টমটম) চালক ছুরিকাঘাতে খুন হয়েছেন।
শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। আহত রাজু চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানায় সংশ্লিষ্টসূত্র।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, মধ্যম হালিশহর এলাকায় সাগর নামের এক টমটম চালককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার এক যুবকের সঙ্গে টমটম ভাড়া যাওয়া নিয়ে কথা কাটাকাটি হয় সাগরের। সাগর ওই যুবকের ভাড়ায় যাওয়ার প্রস্তাব ফিরিয়ে দেয়। এ ঘটনার জের ধরে শুক্রবার রাতে সাগরকে কাছে পেয়ে ওই যুবকসহ কয়েকজন ছুরিকাঘাত করে।
আরও পড়ুন: ছদ্মবেশী ছিনতাই ও ডাকাত চক্রের ছয় সদস্য গ্রেফতার
নিহত সাগরের বিস্তারিত পরিচয় জানতে না পারলেও অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় ওসি সুকান্ত।