বগুড়ায় ৮৬ বস্তা সরকারি চাল উদ্ধার

বগুড়ার শাজাহানপুর উপজেলার উমরদীঘি বাজারের একটি গ্যারেজ থেকে ৩০কেজি ওজনের ৮৬ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগষ্ট) এ উদ্ধার অভিযান চালায় পুলিশ।

স্থানীয়রা জানান, মঙ্গলবার খরণা ইউনিয়ন পরিষদে দুস্থদের মাছে ভিজিডির চাল বিতরণ করা হয়। বস্তায় সরকারি লোগোসহ চালগুলো ক্রয় করেন উপজেলার বনভেটি গ্রামের নুর হোসেনের ছেলে আবদুল হান্নান। তিনি ক্রয় করা চালগুলো ওমরদীঘি বাজারের একটি গ্যারেজে গোপনে গুদামজাত করেন। বিষয়টি ওই এলাকার জনৈক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানিয়ে দেন।

আরও পড়ুন: তেজগাঁওয়ে সিএনজি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমবার হোসেন জানান, সংবাদ পেয়ে ওমরদীঘি বাজারে একটি গ্যারেজ থেকে ৩০ কেজি ওজনের ৮৬ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। তবে এসবের সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি এবং মামলাও হয়নি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *