অসচ্ছল ঘরবন্দিদের পাশে সৃজন সাংস্কৃতিক পরিষদ

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে অসচ্ছল, ঘরবন্দি নিম্নবৃত্ত ও মধ্যবিত্ত মানুষের পাশে সেবা দিয়ে যাচ্ছেন সৃজন সাংস্কৃতিক পরিষদ।
বৃহঃস্পতিবার (৪ জুন) সংগঠনের উদ্যোগে অসচ্ছল মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ভালোবাসার উপহার স্বরূপ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ আ.জ.ম নাছির উদ্দিনের সহযোগিতায় উপহার বিতরণ করেন সৃজন সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা ও নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক হারাধন চৌধুরী, এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা লায়ন এ.কে জাহেদ চৌধুরী, নাট্যকার ও সাংবাদিক সজল চৌধুরী।
সংগঠনের সভাপতি অভিষেক চৌধুরী’র পরিচালনায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আন্না ভট্টাচার্য্য, আজীবন সদস্য অসীমা চৌধুরী, সিনিয়র সদস্য খোকন দত্ত, কার্যকরী পর্ষদ সদস্য ও সদস্যবৃন্দ।
বিতরণকালে উপদেষ্টারা বলেন, করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাড়ানোর মাধ্যমে মানবতার কাজে সামিল হল সংগঠনটি। মানবতার সহযোগীতায় প্রধান উপদেষ্টা এগিয়ে আসায় আমরা তাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এবং মানুষকে ঘরে বসে যাতে অনাহারে দিন কাটতে না হয় এবং জনসাধারণকে সচেতন করার জন্য প্রতিনিয়ত যোগাযোগ মাধ্যমে প্রচার কাজ চালিয়ে যাওয়ায় সংগঠনের নেতৃবৃন্দের প্রশংসা করেন।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *