বাড়ির ভেতর ‘অলৌকিক আগুন’? আতঙ্কে গৃহস্থ!

বাড়ির ভেতরে হঠাৎ করে করে আগুনের উৎপত্তি। পুড়ে যাচ্ছে ঘরের আসবাবপত্র, দর্জা জানালার পর্দা ও কাপড়চোপড়। কীভাবে আগুন লাগছে, কোথা থেকে আগুন আসছে- এ বিষয়ে জানে না কেউ। ফলে অদৃশ্য এ আগুনে বাড়িঘর পুড়ে যাবার আতঙ্কে ভয়ে আছে পরিবারের সবাই।
কেউ বলছে এটা অলৌকিক আগুন, কেউ বলছে মিথেন গ্যাস থেকে সৃষ্ট আগুন৷ আবার কেউ বলছে এটা কোনো ষড়যন্ত্রও হতে পারে। ইতোমধ্যে এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলেও ঘটনার বিষয়ে জানেন না ইউপি সদস্য, চেয়ারম্যান ও উপজেলা প্রশাসন। তবে আগুনের রহস্য উদঘাটনে প্রশাসনের সহযোগিতা চায় এলাকাবাসী।
আর এ চাঞ্চল্যকর ঘটনাটি তিন দিন ধরে ঘটেই চলেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমজীঞ্জের নাড়িকেলতলা এলাকার মৃত আব্দুল জলিলের পুত্র ইলিয়াজ হোসেন ধউলুর (৩৪) বাড়িতে। একই ঘটনা গত দুইদিন প্রতিবেশী জপির আলী (৫৫) ও আহাদ আলীর (৫৩) বাড়িতে ঘটলেও পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
এমনই একটি খবরের ভিত্তিতে শনিবার (৩০ মে) সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, গত তিন দিন ধরে দিনে ২-৩ বার ইলিয়াস হোসেন ধউলুর বাড়ির কাপড়, জানালার পর্দা ও আসবাবপত্রে হঠাৎ করে আগুন লাগে। কীভাবে আগুন লাগছে আর কে বা এ আগুন লাগাচ্ছে? অনেক অনুসন্ধান ও খোঁজাখুঁজি করার পরেও এর কোনো রহস্য উদঘাটন করতে পারেনি এলাকাবাসী। তবে ঐ পরিবারের কেউ যখন বাড়িতে থাকেন না, ঠিক তখনই এ আগুনের ঘটনা ঘটে বলে তারা জানান।
 
ইলিয়াস হোসেন ধউলুর জানান, আমি পরিবার নিয়ে অজানা এ আগুনের ভয়ে আছি। জানি না কখন এ আগুনে আমার বাড়িঘর সব পুড়ে যায়। এতে আমার শেষ সম্বল সব পুড়ে গেছে। আমি পরিবার নিয়ে কোথায় থাকবো? তিনি আরও বলেন, আমরা ঘর থেকে বের হলে ঘরে ভিতরের কাপড়, খাটের পাসি ও দরজা-জানালার পর্দায় আগুন লাগে। কাপড় ধুয়ে শুকাতে দিলে তাতে আগুন লেগে পুড়ে যায়। তবে কী কারণে এসব হচ্ছে তা তিনি বলতে পারছেন না। তবে মাঝেমধ্যে মাটির উপরেও এমন আগুন জ্বলতে দেখা যায় বলে তিনি জানান।
প্রতিবেশী জপির আলী (৫৫) ও আহাদ আলীর (৫৩) সাথে কথা হলে তারা জানান, এর আগে আমাদের দুই ভাইয়ের বাড়িতে দুই দিন ধরে একই ঘটনা ঘটেছিল। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে কথা হলে ফকিরপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজার রহমান ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, এ বিষয়ে কেউ আমাদেরকে কিছু বলেনি। তবে এখন যেহেতু জানলাম, আগামীকাল সকালে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানবো।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *