চট্টগ্রাম মহানগরের ১২ থানাকে করোনাভাইরাস সংক্রমণের হটস্পট বা রেড জোন হিসেবে শনাক্ত করেছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। যে-সকল থানায় আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে, সে-সব থানাকে এই রেড জোনের আওতাভুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য প্রকাশ করা হয়। ৩২৪ জন করোনা-আক্রান্ত রোগী নিয়ে শীর্ষে আছে কোতোয়ালী থানা। তাছাড়া পাঁচলাইশ ২১৫, খুলশী ১৮৩, পতেঙ্গা ১৬৮, হালিশহর ১৬৭, ডবলমুরিংয় ১৪১, বন্দর ১২৩, পাহাড়তলীত ১১৪, ইপিজেড ১১২, বায়েজিদ ১১১, চকবাজার ১১১ ও চান্দগাঁও থানায় ১০৬ জন করোনা-আক্রান্ত রোগী নিয়ে পর্যায়ক্রমে রেড জোন থানার তালিকায় রয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি মর্নিং নিউজ বিডিকে বলেন, যে-সব থানায় ১০০ এর উপরে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, সে-সব থানাকে রেড জোনে রাখা হয়েছে। যে-সব থানায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ থেকে ৯০ এর মধ্যে, সে-সব থানাকে ইয়েলো জোনে, ১ থেকে ১০ জনের মধ্যে থাকা এলাকা ব্লু জোনে এবং আক্রান্তের সংখ্যা শূন্য থাকা এলাকাকে গ্রিন জোনে রাখা হয়েছে।