
মহামারি করোনা মোকাবিলায় তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ৪৫ টি অক্সিজেন সিলিন্ডার দিলো পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।
রবিবার (২১জুন) সকালে রাঙ্গামাটির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কার্যালয়ে তিন পার্বত্য জেলার স্বাস্থ্য বিভাগের কাছে ১৫ টি করে মোট ৪৫ টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।
এ সময় নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, পার্বত্য তিন জেলায় দিন দিন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ও সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এতে তিন জেলার করোনা ভাইরাস রোগীর আইসোলেশন সেন্টারগুলোতে অতি জরুরি ‘হাইফ্লো-অক্সিজেন কেনোলার’ প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আর এইসব কথা মাথায় রেখে প্রয়োজনীয় আইসোলেশন সেন্টারগুলোতে বিরাজমান অক্সিজেন সংকট নিরসনে এই সব অক্সিজেন সিলিন্ডারগুলো করোনা ভাইরাস রোগীদের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলে দিনদিন যে হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা সেই হিসেবে বাড়েনি স্বাস্থ্যসেবার পরিধি। মেডিকেল সরঞ্জামের সরবরাহও প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল আলম নিজামী, বোর্ডের সদস্য আশীষ কুমার বড়ুয়া, বোর্ডের সদস্য ড. প্রকাশ কান্তি চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মুজিবুল আলম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।