বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পৌর এলাকায় বাক্প্রতিবন্ধী এক কিশোরী (১৯)-কে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের অভিযোগে বাবু শেখ (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মোরেলগঞ্জ থানার পুলিশ।
বৃহস্পতিবার সকালে মোরেলগঞ্জ পৌর সদরের কুঠিবাড়ি আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাবু শেখ কুঠিবাড়ি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মোবারেক শেখের পুত্র। এ ঘটনায় ধর্ষিতা কিশোরীর ভাই বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও মামলার অভিযোগ থেকে জানা যায়, বা্প্রতিবন্ধী ওই কিশোরী তার ভ্যান চালক ভাই ও মায়ের সাথে কুঠিবাড়ি আশ্রয়ণ প্রকল্পে বসবাস করে। গ্রেপ্তার হওয়া যুবক বাবুও একই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। দীর্ঘদিন ধরে বাবু ওই কিশোরীকে নানাভাবে উত্যক্ত করার পাশাপাশি কু-প্রস্তাব দিয়ে আসছিল। এরই মধ্যে গত ২৬ মে মঙ্গলবার রাত ৮টার দিকে প্রতিবন্ধী ওই কিশোরী প্রতিবেশী শিরিন বেগমের কাছ থেকে পেঁয়াজ ধার নিয়ে ঘরে ফিরছিল। এ েসময় বাবু শেখ জোর করে প্রতিবন্ধী কিশোরীকে নিজ ঘরে টেনে নিয়ে ধর্ষণ করে।
মোরেলগঞ্জ থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম বলেন, বাবু শেখের নামে মামলার দায়েরের পরপরই তাকে আটক করা হয়েছে।