জার্মানির রাজধানী বার্লিনে এই প্রথম পাস করা হলো বৈষম্য বিরোধী আইন।
জার্মানির রাজধানী বার্লিনে পাস হওয়া নতুন আইন অনুযায়ী কারো চামড়ার রঙ, লিঙ্গ কিংবা অন্য কোনো কারণে পুলিশসহ কোনো কর্তৃপক্ষ বৈষম্যমূলক আচরণ করতে পারবে না৷ মনে করা হচ্ছে, রাজ্য পরিচালন পদ্ধতিতে যে বর্ণবাদ রয়েছে এ আইনদ্বারা তা পুরুপুরি বন্ধ হবে৷
আইনটিতে বিশেষভাবে বলা হয়েছে, পুলিশ ও পাবলিক বিশ্ববিদ্যালয় সহ নগর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে যে কোনো সেবাদান কর্তৃপক্ষ কোন বাক্তিকে তার এলাকা , চামড়ার রঙ , লিঙ্গ, ধর্ম, শারীরিক ও মানসিক বৈকল্য, চিন্তাচেতনা, বয়স ও যৌন আকর্ষণ- এসব বিবেচনায় না আনেন৷
এছাড়া বলা হয়েছে, কেউ জার্মান ভাষায় কতটা দক্ষ , কোনো অসুস্থতায় ভুগছেন কিনা, তাদের আয়, শিক্ষা ও পেশার পরিচয় দিয়েও যেন বৈষম্যের শিকার না করা হয় ৷ আর যদি কেউ এসব বৈষম্যের শিকার হন। তাহলে তারা আইনের আশ্রয় নিতে পারেন, এবং ক্ষতিপূরণের আবেদন করতে পারবেন৷ কর্তৃপক্ষও সেখানে তাদের যুক্তি তুলে ধরার সুযোগ পাবেন৷
আইনটি নিয়ে বেশ কিছুদিন ধরেই কাজ হচ্ছিল৷ তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রে কালোদের প্রতি পুলিশের বৈষম্যমূলক আচরণ নিয়ে জার্মানিসহ সারাবিশ্বে ঘটনাটি নিয়ে প্রতিবাদ বিক্ষোভের মাঝে বার্লিন এই আইনটি পাস করে আলোচনার জন্ম দিয়েছে৷