বিএসআরএম ফ্যাক্টরিতে গলিত সিসায় দগ্ধ হয়ে ১ জনের মৃত্যু- আশঙ্কাজনক ৪
চট্টগ্রামের জোরারগঞ্জে বিএসআরএম ফ্যাক্টরিতে লোহার গলিত সিসায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আবুল কাসেম (৩৫) নামের এক শ্রমিক মারা গেছেন।
এ দুর্ঘটনায় দগ্ধ হওয়া আরও ৪ শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
শনিবার (০৬ জুন) বিকেল ৫টার দিকে উক্ত ফ্যাক্টরিতে শ্রমিকরা কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে দগ্ধ ওই শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবুল কাশেম মারা যান। ঢাকায় রেফার করা ৪ শ্রমিকরা হলেন- গিয়াস উদ্দিন (২৪), নুর হোসেন (৩০), মহিউদ্দিন (২৮) এবং নজরুল ইসলাম (২৪)।
মৃত কাশেমের বাড়ি মিরসরাইয়ের নিজামপুরে বলে জানা যায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. মিথুন পালিত মর্নিং নিউজ বিডিকে বলেন, ‘গিয়াস উদ্দিনের ৯৮ শতাংশ শ্বাসনালি পুড়ে গেছে, নজরুল ইসলাম ১০০ শতাংশ, মহিউদ্দিন ৮০শতাংশ এবং নুর হোসেনের ৬০ শতাংশ ইনহলেশন ইনজুরি রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, ফ্যাক্টরিতে লোহা গলানোর সময় তরল সিসায় দগ্ধ হন ওই ৫ জন। তৎমধ্যে ৩৫ বছর বয়সী আবুল কাশেমর মৃত্যু হয়েছে।