রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী হাটে পাঁচটি ঔষধের দোকানে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ, স্যাম্পল, ও সরকারি ঔষধ থাকায় ৪০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৭ই মে) বিকালে শঠিবাড়ী হাটে ৫টি ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন এর নেত্রত্বে ভ্রামামাণ আদালত পরিচালনা করা হয়। এসময় উপস্থিত থেকে সহযোগিতা করেছেন রংপুর জেলা ওষুধ প্রশাসনের ড্রাগ সুপার মোকসেদুল আমিন, মিঠাপুকুর থানার পুলিশের একটি টিম।
ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫টি দোকানে ৪০হাজার টাকা জরিমানা ও মেয়াদ উত্তীর্ণ এবং স্যাম্পল ঔষধ জব্দ করে।
এ সময় মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী হাটের জামান মেডিসিন স্টোর কে ১০হাজার টাকা জরিমানা, চৌধুরী ফার্মেসিকে ৫হাজার টাকা জরিমানা, কল্পনা ফার্মেসিকে ৫হাজার টাকা জরিমানা। দীপ ফার্মেসিকে ১০হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও সরদার ফার্মেসি ট্রেড লাইসেন্স না থাকায় এবং স্যাম্পল ওষুধ থাকার কারণে ১০হাজার টাকা জরিমানা এবং প্রয়োজনীয় কাগজ সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।