রাজধানীর বাংলামোটর এলাকায় আজ বিহঙ্গ পরিবহনের একটি বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহীসহ দু’জন নিহত ও একজন আহত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। এঘটনায় পুলিশ বাসসহ চালক জাফর মোল্লাকে আটক করেছে।
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক-দক্ষিণ বিভাগের রমনা জোনের সহকারী কমিশনার রেফাতুল ইসলাম জানান, শাহবাগ থেকে বাংলামোটর সিগন্যাল পার হয়ে বিহঙ্গ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও একজন পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলে তারা নিহত হন।
শাহবাগ থানার এসআই আমিনুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।