সাতক্ষীরা-যশোর সড়কের মাধবকাটি এলাকায় বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হায়দার সরদার (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
মৃত ব্যবসায়ী হায়দার সরদার সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের মৃত বজলে সরদারের ছেলে।
স্থানীয়রা জানান, মুদি ব্যবসায়ী হায়দার বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলে সাতক্ষীরা শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাধবকাটি বাজার পার হয়ে কিছুদূর পৌঁছলে সাতক্ষীরা শহরের দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ব্যবসায়ী হায়দার সরদারসহ তিনজন আহত হন।
গুরুতর আহত অবস্থায় হায়দারকে সাতক্ষীরা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহত দুইজনের মধ্যে একজন খুলনায় ও অপরজন স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
আরও পড়ুন: বৃষ্টির পানিতে ডুবে আছে খুলনা