ঝিনাইদহে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ২০

ঝিনাইদহ পৌর এলাকার খাজুরা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ফারুক হোসেন (৩৬) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

 

বৃহস্পতিবার (১১ জুন) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ফারুক হোসেন ওই গ্রামের গোলাম বারীর ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় খাজুরা এলাকার জাহিদ হোসেনের নেতৃত্বে ৩৫ থেকে ৪০ জন বিএনপি নেতাকর্মী স্থানীয় আওয়ামী লীগ নেতা লিটনের মাধ্যমে আওয়ামী লীগে যোগদান করেন। রাতে আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন। এ ঘটনায় বুধবার সকাল থেকে আওয়ামী লীগের অপর পক্ষের নেতা আবুল হোসেনের লোকজন নব্যযোগদান করা নেতাকর্মীদের ওপর চড়াও হয়। ওই দিন রাতে আবুলের সমর্থকরা জাহিদের লোকজনের ওপর হামলা চালালে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে ২ জনের শারিরীক অবস্থা গুরুতর হলে তাদের রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে ফারুক হোসেন মারা যান।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান  জানান, খাজুরা গ্রমে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *