এক হাজার তালেবানকে মুক্তি দিল আফগান সরকার

আফগান সরকার জানিয়েছে, তালেবান ও আমেরিকার মধ্যে হওয়া শান্তিচুক্তির আওতায় এ পর্যন্ত এক হাজার তালেবান সদস্যকে মুক্তি দেয়া হয়েছে। তাই তালেবানের উচিত তাদের লোকজনকে মুক্তি দেয়া এবং স্থবির হয়ে পড়া আফগান সরকার ও তালেবানের মধ্যে সংলাপ শুরু করা।

আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল বা এনএসসি’র দপ্তরের এক টুইটার বার্তায় তালেবান বন্দীদের মুক্তির বিষয়টি জানানো হয়।

টুইটে বলা হয়, ‘আফগানিস্তানে শান্তি-প্রক্রিয়ার যথাযথ পরিবেশ সৃষ্টি করার পাশাপাশি দেশে করোনা প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াইয়ে মনোযোগ দিতে প্রেসিডেন্ট আশরাফ গণির নির্দেশে তালেবান বন্দীদের মুক্তি দেয়া হয়েছে।’

এনএসসি আরও বলেছে, কাবুল সরকার জোর প্রত্যাশা করছে যে এর বিনিময়ে তালেবানও আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা এবং নিরাপত্তা বাহিনী বা এএনডিএসএফ’র সদস্যদের অবিলম্বে মুক্তি দেবে এবং আন্তঃআফগান সংলাপের জন্য পুরোপুরি প্রস্তুতি নেবে।

এ ক্ষেত্রে কোনো রকম বিলম্ব ‘অগ্রহণযোগ্য’ হবে উল্লেখ করে আরও পাঁচশো তালেবান বন্দীকে আগামী কয়েক দিনের মধ্যে মুক্তি দেয়া হবে বলে জানিয়েছে এনএসসি।

অন্যদিকে, তালেবান বলছে পাঁচ হাজার বন্দীকে মুক্তি দিলেই কেবল তারা আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *