কানাডায় প্রথমবারের মতো নারী অর্থমন্ত্রী

কানাডার প্রথম নারী অর্থমন্ত্রী ফ্রিল্যান্ড। ছবি: সংগৃহিত

কানাডার অর্থমন্ত্রী পদত্যাগের পর প্রথমবারের মত একজন নারী অর্থমন্ত্রী পেল দেশটি।

মঙ্গলবার (১৮ আগষ্ট) দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অর্থমন্ত্রী হিসেবে ক্রিশ্চিয়া ফ্রিল্যান্ডের নাম ঘোষণা করেছেন।

ফ্রিল্যান্ড বিল মরনিও’র স্থলাভিষিক্ত হলেন। মরনিও সোমবার বিরোধী দলের চাপে আকস্মিক পদত্যাগ করেন। উই চ্যারিটির বিষয়ে কেলেংকারির জেরে মরনিওকে পদত্যাগ করতে হয়।

অটোয়ায় স্বল্প আয়োজনে শপথ গ্রহণের পর ফ্রিল্যান্ডকে উপস্থিত সকলে করতালির মধ্যদিয়ে স্বাগত জানায়। সামাজিক দূরত্ব মেনে, মাস্ক পরে অতিথিরা এ শপথ অনুষ্ঠানে উপস্থিত হন। পরে ট্রুডো আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত পার্লামেন্ট মুলতবির ঘোষণা দেন।

ফ্রিল্যান্ড (৫২) ইতোমধ্যে লিবারেল সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সাবেক সাংবাদিক ফ্রিল্যান্ড ২০১৫ সালে প্রথম নির্বাচিত হন।

আরও পড়ুন: পদত্যাগ করলেন কানাডার অর্থমন্ত্রী

তিনি এমন এক সময়ে অর্থমন্ত্রীর দায়িত্ব নিলেন যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে গভীর সংকটে দেশটির অর্থনীতি।

ফ্রিল্যান্ড বলেন, আমাদের অর্থনীতিতে প্রানবন্ত পূন:সূচনা দরকার। আর এটি হতে হবে ন্যায়সঙ্গত ও সার্বিক।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *