খুলনায় করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু

খুলনায় করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। রবিবার (৭ জুন) দিনগত রাত পৌনে ১২টা থেকে সোমবার (৮ জুন) ভোর ৫টা ৩৫ মিনিটের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে তাদের মৃত্যু হয়।

খুলনা মেডিকেল কলেজ ফ্লু কর্নারের ফোকাল পারসন (আরএমও) ডা. মিজানুর রহমান জানান, রবিবার সকাল ৯টা ৪০ মিনিটে করোনা সন্দেহে হাসপাতালের ওয়ার্ডে ভর্তি হন খুলনা মহানগরীর রায়ের মহল এলাকার মৃত মজিদ হাওলাদারের ছেলে দেলোয়ার হোসেন (৬৫)। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফ্লু কর্নারে নেওয়া হয়। সেখানেই সোমবার ভোর ৫টা ৩৫ মিনিটে তিনি মারা যান।

অন্যদিকে রবিবার রাত ১১টার দিকে জ্বর, কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয় মহানগরীর দৌলতপুর এলাকার রাজিব হোসেনের মেয়ে মিম (১২)। রাত ১১টা ৪৫ মিনিটের দিকে তার মৃত্যু হয়। এছাড়া ২ দিন ধরে জ্বর, কাশি নিয়ে ফ্লু কর্নারে ভর্তি ছিলেন সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সুশান্ত মন্ডলের ছেলে রিপন (২২)। রবিবার দিনগত রাত ১১টা ৫৫ মিনিটে তিনি মারা যান। করোনা কিনা নিশ্চিত হতে তাদের সবার নমুনা সংগ্রহ করা হবে বলে জানান মিজানুর রহমান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *