চাঞ্চল্যকর অমিতাভ হত্যাকান্ডের আসামি ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার

 

ঝিনাইদহের পুলিশ রাজলু নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে। রাজলু অমিতাভ সাহা অমিত নামে এক খাবার ব্যবসায়ী হত্যা মামলার আসামি। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের ডেকে সংবাদ সম্মেলন করে তার গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।

ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান জাকারিয়া সংবাদ সম্মেলনে জানান, গ্রেপ্তাকৃত রাজলু অমিতাভ সাহা অমিত নামে এক খাবার ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি। গত ৩সেপ্টেম্বর রোববার সকাল ১১টার দিকে শহরের ধোপাঘাটা পুরাতন ব্রীজ এলাকার রাস্তার পাশ থেকে অমিতাভ সাহার বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এর তিনদিন আগে ৩১আগস্ট বিকাল থেকে সে নিখোঁজ হয়। সে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামের বাসিন্দা। ঝিনাইদহ শহরের কচাতলা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতো অমিতাভ। অমিতাভের মরদেহ উদ্ধারের পর ওইদিন দুপুরে তার স্ত্রী তিশা নন্দী ঝিনাইদহ সদর থানায় রাজলুকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর রোববার(১০সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে ঝিনাইদহ পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও ঝিনাইদহ সদর থানা পুলিশের চৌকস টিম মেহেরপুরের ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর রাজনু জিজ্ঞাসাবাদে এ হত্যাকান্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। রাজলু জেলা সদর উপজেলার হাটগোপালপুর গ্রামের মুনাব্বর হোসেনের ছেলে বলে সংবাদ সম্মেলনে জানায় পুলিশ।

 

মর্নিংনিউজ/বিআইএস

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *