জাতিসংঘের ৭৮তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের
জাতিসংঘের
ছবি- সংগৃহিত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের উচ্চ পর্যায়ের বিতর্ক পর্বে বিশ্বনেতাদের মহাসম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র পৌঁছেছেন তিনি। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

স্থানীয় সময় রোববার রাত ১০টা ৪০ মিনিটে জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি অবতরণ করে।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বৈশ্বিক শান্তির পক্ষে অবস্থান তুলে ধরার পাশাপাশি বিশ্ব নিরাপত্তা, নিরাপদ অভিবাসন, রোহিঙ্গা সংকট ও জলবায়ু নিয়েও কথা বলবেন শেখ হাসিনা। বৈঠক করবেন বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *