ঝিনাইদহে ৮০ লিটার চোলাই মদসহ ফল ব্যবসায়ী গ্রেফতার

 

ঝিনাইদহে ৮০ লিটার চোলাই মদসহ একজন ফল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঝিনাইদহ জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের একটি অভিযানিক দল। ঝিনাইদহ জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রাপ্ত হয়ে পুলিশ সুপার ঝিনাইদহের নির্দেশনায় মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহ বাস টার্মিনালের দক্ষিণ পার্শে একটি ফলের দোকানে অভিযান চালিয়ে ৮০লিটার চোলাই মদসহ মো: রবিউল ইসলাম, পিতা-মোঃ ফঝলুর রহমান, সাং-কাঞ্চননগর, থানা ও জেলা-ঝিনাইদহ নামের একজন ফল ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় বলে ঝিনাইদহ জেলা পুলিশের এক বিবৃতিতে জানা যায়। পুলিশ সূত্রে আরো জানা যায় রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে ফল ব্যাবসার আড়ালে অবৈধ চোলাই মদের কারবারি করে আসছে।

গ্রেফতার হওয়া রবিউল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, তিনি এই ব্যাবসা প্রায় চার বছর ধরে করে আসছেন। তিনি প্রাথমিক উপকরণ ও চোলাই মদ তৈরি করেন এবং বাইরে থেকে লোক এসে তা কিনে নিয়ে যায়। ঝিনাইদহ জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের এমন অভিযান পরিচালনা করায় ঝিনাইদহ জেলা পুলিশ সুপারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ জনগন ও সুশীল সমাজ।

 

মর্নিংনিউজ/বিআই/আই

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *