নারায়ণগঞ্জে মসজিদে আগুন, প্রায় অর্ধশত কোরআন শরীফ ক্ষতিগ্রস্থ

প্রতীকি ছবি

শনিবার (২২ আগষ্ট) সন্ধ্যা ৭টার দিকে  এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুলিশ। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, বায়তুল জান্নাত জামে মসজিদটি দোতলা পাকা দালান। নিচতলায় নামাজ পড়া হয়। ওই মসজিদের দোতলার কাঠের সেলফে পুরাতন কোরআন শরিফ রাখা ছিল। শনিবার সন্ধ্যা ৭টার দিকে কাঠের সেলফে আগুন ধরে যায়। আগুনের ধোঁয়া দেখে লোকজন গিয়ে পানি দিয়ে আগুন নেভায়। আগুনে ওই কাঠের সেলফে রাখা পুরাতন প্রায় ৪০ থেকে ৫০টি কোরআন শরিফ পুড়ে গেছে।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত ধর্ম সচিব নূরুল ইসলাম

ওসি জানান, তার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে করেছে। ওই সেলফে বিদ্যুতের কোনো সংযোগ নেই। কীভাবে সেখানে আগুন লাগল তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এ আগুনে মসজিদের আর কোনো ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *