পিছিয়ে গেল আফ্রিকা কাপ অব নেশন্স

ছবি: অল ফুটবল

করোনাভাইরাসের স্থবির হয়ে আছে পুরো বিশ্বের ক্রীড়াঙ্গন। যার প্রভাব পড়েছে আফ্রিকা মহাদেশের বৃহৎ ফুটবল আসর আফ্রিকা কাপ অব নেশন্স। টুর্নামেন্টটি পিছিয়ে গেল এক বছর।

নতুন সূচি অনুযায়ী ২০২২ সালের জানুয়ারিতে হবে এই টুর্নামেন্ট। ভিডিও কনফারেন্সে হওয়া নির্বাহী কমিটির বৈঠক শেষে মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানায় আফ্রিকা অঞ্চলের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

কোভিড-১৯ মহামারীর কারণে গত মার্চ থেকে আন্তর্জাতিক ফুটবল বন্ধ থাকায় বাছাইপর্বের ম্যাচ খেলার সময় কমে গেছে, যে কারণে পিছিয়ে দেওয়া হলো টুর্নামেন্টের মূল পর্ব।

পূর্বের সূচি অনুযায়ী, আগামী বছরের ৯ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে হওয়ার কথা ছিল আফ্রিকার শীর্ষ ফুটবল প্রতিযোগিতাটি।

আরও পড়ুন: ২০১১ বিশ্বকাপ ফাইনাল ম্যাচ পাতানোর অভিযোগে তদন্ত শুরু

একই কারণে এর আগে এক বছর করে পিছিয়ে দেওয়া হয়েছে ইউরো ২০২০ ও এ বছরের কোপা আমেরিকা। পিছিয়ে গেছে দক্ষিণ এশিয়া অঞ্চলের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপও।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *