২০১১ বিশ্বকাপ ফাইনাল ম্যাচ পাতানোর অভিযোগে তদন্ত শুরু

২০১১ বিশ্বকাপ ফাইনালের আগে ট্রপি হাতে ধোনি ও সাঙ্গাকারা
শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১১ বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল পাতানোর অভিযোগে তদন্ত শুরু হয়েছে। ঐ ম্যাচে ভারতের কাছে হেরে বিশ্ব জয়ের স্বপ্ন ভেঙে গিয়েছিল লঙ্কানদের। তবে ম্যাচটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তখনকার লঙ্কান ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দ আলুথগামাগে। এরই ভিত্তিতে এবার তদন্ত শুরু করে দিয়েছে লঙ্কান পুলিশের ইন্ডিপেনডেন্ট স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট।
জুন মাসের শুরুর দিকে সাবেক ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দ আলুথগামাগে অভিযোগ করে বলেন, শ্রীলঙ্কা ইচ্ছা করে ভারতকে ম্যাচটি ছেড়ে দিয়েছিল।
আর এই বিষয়টি নিয়ে বেশ কয়েকজন ক্রিকেটার নাকি জড়িত ছিলেন। শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাও ফাইলান ম্যাচটি নিয়ে সন্দেহ প্রকাশ করে তদন্তের তাগিদ দিয়েছিলেন।
স্থানীয় একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৩০ জুন) তৎকালীন লঙ্কান দলের প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভাকে সাক্ষাতের জন্য ডেকে পাঠিয়েছে তদন্ত কর্মকর্তারা।
তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন সেই ম্যাচের অধিনায়ক সাবেক ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। আরেক সাবেক ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে আলুথগামাগেকে ম্যাচ পাতানোর প্রমাণ দিতে বলেন।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *