পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক ২আসামী গ্রেফতার

পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক ২(দুইজন) আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬, সিপিসি-২ এর সদস্যরা। রবিবার ঝিনাইদহ সদর থানা ও কুষ্টিয়া সদর থানার বটতৈল এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৬, সিপিসি-২ প্রতিষ্ঠাকাল থেকেই চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী, মানব পাচারকারী, প্রতারকচক্র, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার এবং মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার আনুমানিক বেলা সাড়ে এগারোটার দিকে র‌্যাব-৬(ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার সদর থানার মামলা নং-ননজিআর-৫৫/২১ এর একজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ঝিনাইদহ সদর থানাধীন বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। সংবাদ প্রাপ্ত হয়ে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে ঝিনাইদহ সদর থানার বাসষ্ট্যান্ড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী- মোঃ রুবেল(৩২), পিতা: মৃত মাজেদ ফকির, সাং: মর্ডান মোড়, থানা ও জেলা জেলা:ঝিনাইদহকে গ্রেফতার করে। অপরদিকে র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের অন্য একটি আভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, চেক জালিয়াতি মামলায় এক(০১)বছরের সাজাপ্রাপ্ত ও ৭৫,০০,০০০/-(পচাত্তর লক্ষ) টাকা অর্থদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কুষ্টিয়া জেলার সদর থানাধীন বটতৈল এলাকায় আত্নগোপন করে রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই দিনে আনুমানিক দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া জেলার সদর থানাধীন বটতৈল এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামী মোঃ শামছুর জামান, সাং: প্রেমবাগ, থানা: অভয়নগর, জেলা: যশোরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ঝিনাইদহ সদর থানা ও যশোর জেলার অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্প এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

মর্নিংনিউজ/আই/শাশি

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *