ফিলিস্তিনে গনহত্যার প্রতিবাদে সুনামগঞ্জে সাংস্কৃতিক সমাবেশ

আহসান রাজিব : ফিলিস্তিনের গাজায় অব্যাহতভাবে ইসরায়েলের দখল ও গনহত্যার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে সাংস্কৃতিক কর্মীদের সমাবেশ হয়। এসময় বক্তারা হামাসের উপর হামলার নানা বিষয় তুলে ধরেন। অনেকে একে গনহত্যা হিসেবে আখ্যায়িত করেন। অনেকে বলেন আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিচার হওয়া দরকার। নিরীহ মানুষ ও শিশু হত্যা বন্ধ করতে হবে। এছাড়াও আগামী সংসদ নির্বাচনে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে আবহান জানানো হয় সমাবেশ থেকে।

এসময় উপস্থিতি ছিলেন, জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি প্রদীপ পাল নিতাই, খেলাঘর আসরের সভাপতি বিজন সেন, এড. খলিলুর রহমান, পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক জগৎ জ্যোতি, সহকারী অধ্যাপক সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজ শাহ আবু নাসের, জেলা কালচারাল অফিসার সুনামগঞ্জ আহমেদ চৌধুরী পাবেল। এছাড়াও সংস্কৃতিমনা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

মর্নিংনিউজ/এআরএস

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *