বাস মালিকরা সরকারি সিদ্ধান্তের অপেক্ষায়

গণপরিবহনসহ দূরপাল্লার বাস মালিকরা সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। সরকারের নির্দেশনা পেলেই সচল হবে বন্ধ হওয়া গণপরিবহনের চাকা। ঈদুল ফিতরের আগে সীমিত পরিসরে বাস চালানোর ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। কিছুদিন ধরে সরকারও শিথিলতার পথে হাঁটছে। সীমিত পরিসরে গার্মেন্টস ও দোকানপাট খোলার অনুমতি দেওয়া হয়েছে।

তারপর থেকেই আলোচনা চলছে, কবে সচল হচ্ছে পরিবহন খাত। সূত্র জানায়, ঈদুল ফিতরের আগে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচলের অনুমতি দিতে পারে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বাস মালিক সাদ বলেন, আমরা সরকারের দিকে তাকিয়ে আছি। তারা অনুমতি দিলে বাস চালাবো।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, আমরা বাস চালানোর অপেক্ষায় রয়েছি। সরকার সিদ্ধান্ত দিলেই বাস চলবে।

তিনি আরও বলেন, কবে থেকে বাস চলবে, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এটা সরকারের বিষয়, অনুমতি দিলেই কেবল গণপরিবহন চলবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *