বিশ্ব ইজতেমা শরু হয়েছে, শনিবার মোনাজাত

বিশ্ব ইজতেমা

বিশ্ব ইজতেমা

টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে আজ থেকে দুইদিনের জোড় ইজতেমা শুরু হলো। গত বুধবার থেকেই মুসল্লিরা ময়দানে প্রবেশ করতে শুরু করেছেন।

শনিবার (১৯ ডিসেম্বর) মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জোড় ইজতেমা।

জোড় ইজতেমার সকল প্রস্ততি গতকাল সম্পন্ন করেছেন মাওলানা যোবায়ের অনুসারীরা। বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মুফতি জহির ইবনে মুসলিম জানান, ময়দানের উত্তর পাশে মুন্নু কটন টেক্সটাইলস মিলসের পাশে অবস্থিত টিনসেডে জোড় ইজতেমা অনুষ্ঠিত হবে। এই জোড় ইজতেমায় চারটি জেলার মুসল্লিরা অংশ নেবেন। এর মধ্যে ঢাকা জেলার দুই হাজার পাঁচশ, গাজীপুর জেলার সাতশ, টাঙ্গাইল জেলার চারশ ও মানিকগঞ্জ জেলার চারশ মুসল্লি অংশ নিতে পারবেন। সর্বমোট চার হাজার মুসল্লি উপস্থিত থাকতে পারবেন।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, প্রশাসনের পক্ষ থেকে তিন চিল্লার সাথীদের ইজতেমা ময়দানে পরামর্শ সভা করার জন্য আজ সকাল ১০টা থেকে আগামীকাল শনিবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময় দেয়া হয়েছে।

আরও পড়ুন: অসহায় শীতার্তদের পাশে চলো পাল্টাই ফাউন্ডেশন

এ ব্যাপারে জিএমপি উপ-পুলিশ কমিশনার ইলতুৎমিস বলেন, ময়দানের উত্তর পাশে টিনসেডে চার জেলার মুসল্লিরা অবস্থান নিচ্ছেন। দেশের সব জেলায় মসজিদে মসজিদে স্বল্প পরিসরে মুসল্লিরা জোড় ইজতেমা পালন করছেন। এখানে শুধু চার জেলার মাত্র চার হাজার মুসল্লি অবস্থান করছেন। টঙ্গীর ময়দানে আগত মুসল্লিদের নিরাপত্তায় কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে।বাসস।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *