বেতন পরিশোধ না করা গার্মেন্টস-মালিকদের গ্রেফতার ও সম্পত্তি বাজেয়াপ্তের দাবি

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের মানববন্ধন

মার্চ মাসের বেতন পরিশোধ না করা গার্মেন্টস মালিকদের গ্রেফতারের পাশাপাশি কারখানা ও সম্পত্তি বাজেয়াপ্ত করারর দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

বৃহস্পতিবার (০৭ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে গার্মেন্টস শ্রমিক মানববন্ধন কর্মসূচী থেকে এ দাবি জানায় সংগঠনটির সভাপতি আমিরুল হক আমিন।

মানববন্ধনে আমিরুল হক আমিন বলেন, ‘গাজীপুর, আশুলিয়া, সাভার, ঢাকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের তিন শতাধিক গার্মেন্টস মালিক এখনও গত মার্চ মাসের বেতন ভাতা বৃহস্পতিবার অদ্যাবধি পর্যন্ত পরিশোধ করেনি। ফলে এই গার্মেন্টসগুলোর দুই লক্ষাধিক শ্রমিক না খেয়ে মানবেতর জীবন পার করছেন। গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা অত্যান্ত কম। বর্তমানে কোথায় কোন ওভারটাইম হয় না। ফলে শ্রমিকরা ওভারটাইম ভাতা পান না।’

‘নির্ধারিত মাসিক মজুরী দিয়ে চলা এমনিতেই কষ্টকর। অন্যদিকে এই দুই লক্ষাধিক শ্রমিক গত মার্চ এবং এপ্রিল মাসের বেতন ভাতা না পাওয়ায় এরা চরম সঙ্কটের মুখামুখি। তারা ঘর ভাড়া দিতে পারছেন না বলে অধিকাংশ শ্রমিককে বাড়িওয়ালারা বের করে দিয়েছে। ফলে তারা নিরাশ্রয়। দোকান বাকি দিতে পারছেন না বলে দোকানদাররা প্রতিনিয়ত নাজেহাল করছেন। টাকা পয়সা না থাকার কারণে অধিকাংশ সময় না খেয়ে থাকতে বাধ্য হচ্ছেন শ্রমিকরা।’

তিনি আরো বলেন, ‘করোনা ভাইরাসে এই মহামারির সময়ে দুই মাসের বেতন ভাতা না পাওয়ায় শ্রমিকদের জীবনে মহামারির সঙ্গে চরম দুর্ভিক্ষ যোগ হয়েছে।’

এসময় তিনি এই দুই লক্ষাধিক শ্রমিকের মহা দুর্যোগ এবং দুর্ভিক্ষের জন্য দায়ী তিন শতাধিক গার্মেন্টস মালিককে অবিলম্বে গ্রেফতার করে তাদের কারখানা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের জন্য সরকার এবং সংশ্লিষ্ট সকলের কাছে দাবি জানিয়েছেন।

মানববন্ধন কর্মসূচীতে আরো বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় নেতা আরিফা আক্তার, মো. রফিকুল ইসলাম রফিক, সাফিয়া পারভীন, নাসিমা আক্তার, গার্মেন্টস শ্রমিক নেতা জনাব কামরুল হাসান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *