দুই শিশুর টিফিনের জমানো টাকা ত্রাণ তহবিলে

করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অসহায়দের সহায়তায় এগিয়ে এসেছেন। যে যেভাবে পারছেন করছেন সহযোগিতা। এরই ধারাবাহিকতায় টিফিনের জমানো ২ হাজার ৯২৮ টাকা ত্রাণ তহবিলে দিলেন ভাই-বোন।

বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের ১০ শ্রেণির শিক্ষার্থী অরুন্ধতী সাহা বাঁশরী ও তার ছোট ভাই ৫ম শ্রেণির শিক্ষার্থী দিবাকর সাহা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন। পরে তাদের জমানো ওই অর্থ আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের হাতে তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন ওই শিক্ষার্থীদের মা ও বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের রসায়নের প্রভাষক শিখা রানী সাহা।

পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও বিচরণ রয়েছে ভাই-বোনের। তারা একাধিকবার বরিশালে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন।

জেলা প্রশাসক বলেন,বরিশালে ছোট্ট শিশু শিক্ষার্থীরা যে মানবিকতা দেখাচ্ছে তা অনেকের জন্য অনুকরণীয়। এভাবে সবাই এগিয়ে আসলে প্রাণঘাতী করোনা মোকাবিলায় আমরা সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আমি এই শিশু শিক্ষার্থীদের সফলতা কামনা করছি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *