মাটিরাঙ্গায় সরকারি নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করায় চার মুদি ও চায়ের দোকানীকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৪ জুন) মাটিরাঙ্গা পৌরসভা ও উপজেলার গোমতি এবং বেলছড়ি ইউনিয়নে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববির নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভিন্ন ভিন্ন জায়গায় অভিযানকালে সরকারি নির্দেশনা অমান্য করে বেঁধে দেওয়া সময় বিকাল ৪ টার পরে দোকান খোলা রাখার অপরাধে চার চা-মুদি দোকানীকে সংশ্লিষ্ট আইনে ৬৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: প্রেমে ব্যর্থ হয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা।

সরকার কর্তৃক নির্ধারিত সময়ে দোকান বন্ধ রাখা সহ স্বাস্থ্য বিধি মেনে সকলকে চলাফেরা করার জন্য নির্দেশনা দিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি জানান, জনসচেতনতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ অভিযান নিয়মিত পরিচালিত হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *