মিঠাপুকুরে বীর মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ ও উদ্যানের ফলক উন্মোচন

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা গোলাম গউস, আবুল হোসেন,নুরলদীন এবং জানা অজানা লক্ষ বীর শহীদদের পূণ্যস্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসায় উৎসর্গ করে মূল ধারনা, গ্রন্থনা,বিন্যাস স্মরণে স্মৃতিসৌধ ও উদ্যানের ফলক উন্মোচন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কোষাধাক্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাবিবুন্নবী আশিকুর রহমান। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে মডেল মসজিদের সামনে স্মৃতিসৌধ ও উদ্যানের ফলক উন্মোচন করা হয়েছে।

ফলক উন্মোচন শেষে উপজেলা বেগম রোকেয়া অডিটেরিয়ামে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ ও উদ্যান শীর্ষক এবং ১৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় মিঠাপুকুর উপজেলা সহকারী ভূমি কমিশনার ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কোষাধাক্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং মিঠাপুকুর-৫ আসনের সাংসদ হাবিবুন্নবী আশিকুর রহমান। আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য এবং বাংলাদেশ আওয়ামীলীগ মিঠাপুকুর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক রাশেক রহমান। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর জেলা শাখার সদস্য রেহেনা আশিকুর রহমান,রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল ও জয়নাল আবেদীন,বাংলাদেশ আওয়ামীলীগ মিঠাপুকুর উপজেলা শাখার আহবায়ক আফছার মিয়া সহ প্রমূখ।

 

মর্নিংনিউজ/বিআই/এসইউ

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *