যশোরে নির্মাণাধীন বিদ্যুৎ উপকেন্দ্রের তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের সময় ধসে পড়ে ১০জন আহত

যশোরের কারবালায় নিমার্ণাধীন বিদ্যুৎ উপকেন্দ্রের তৃতীয়তলার ছাদ ঢালাইয়ের সময় ভেঙে পড়ে ১০জন আহত হয়েছেন। আহতদের কে যশোরে ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছেে। বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন যশোরের ঝিকরগাছা উপজেলার, তরিকুল(৪৫), চৌগাছা উপজেলার খোকন(৩০), যশোর সদরের জঙ্গলবাদল গ্রামের শিমুল(২৮), দত্তপাড়া গ্রামের মোমিনুর(২৭), মাহিদিয়া গ্রামের আব্দুল হাই(২৮), দিয়াপাড়ার ইলিয়াস(৪৫), দিয়া পাড়ার আকিদুল(৩৫), ঝিকরগাছা কায়েমখোলা গ্রামের হাফিজুর(৫০), মনিরামপুর উপজেলার পলাশী গ্রামের ইমান আলী(৫০) এবং জিয়ারুল(৩৫)।এব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কথা বলার চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। শ্রমিকরা জানায়, তারা কারবালা বিদ্যুৎ উপকেন্দ্রে নির্মানাধীন তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। এ সময় ছাদ ভেঙে পড়ে তারা গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে যশোর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি টিম তদন্ত কাজ করছে । সর্বশেষ তদন্ত ছাড়া কিছু বলা যাবে না বলে তিনি জানান।

 

মর্নিংনিউজ/বিআই/এমএইচ

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *